Follower City এর সকল গ্রাহককে নিচের শর্তসমূহ মেনে তারপর অর্ডার করার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে দেওয়া সকল বিষয়গুলো অর্ডার দেওয়ার আগে ভালোভাবে পড়ে নিবেন, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।
Follower City সর্বদা সেরা সার্ভিস এবং সেরা কাস্টমার সাপোর্ট প্রদান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ।
অর্ডার করার শুরুতে ডিসক্রিপশনে উল্লেখিত সকল বিষয়গুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিবেন।
Follower City কোনো অর্ডারের জন্য ডেলিভারি টাইম গ্যারান্টি দেয় না। আমরা সেরা সার্ভিসসমুহ সবচেয়ে কম সময়ে দেওয়ার চেষ্টা করে থাকি। অর্ডারটি কখন শুরু হবে তার আনুমানিক সময় বলা যেতে পারে। তবে এটি একটি অনুমান মাত্র।
অটোমেটিক সার্ভার হওয়ার কারণে লাইফটাইম গ্যারান্টি থাকা সত্ত্বেও যদি কোন সার্ভিস রিফিল না হয়, তাহলে তার দায়ভার কখনোই Folower City নিবে না। কারণ এটি অটোমেটিক সার্ভার।
কোনরকম নোটিশ ছাড়াই সার্ভিস যে কোন সময় সার্ভিসের মূল্য কম অথবা বেশি এবং সার্ভিস পরিবর্তনও হতে পারে, এর জন্য কোনভাবেই Follower City দায়ী নয়।
একই সময়ে একই লিংকে একাধিক অর্ডার বা একই রকম সার্ভিস অর্ডার দেওয়া যাবে না।
একটি লিংক বা অ্যাকাউন্টে প্রথম অর্ডার পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনভাবেই নতুন অর্ডার করা যাবে না। এবং কোনভাবেই একাধিক Smm Panel ব্যবহার করা যাবে না।
মনে রাখবেন, এটি একটি অটোমেটিক সার্ভার। এই সার্ভার শুধুমাত্র আপনার স্টার্ট কাউন্ট দেখবে এবং যে পরিমাণ লাইক, ফলোয়ার নিয়েছেন সেই পরিমাণ লাইক, ফলোয়ার আপনার স্টার্ট কাউন্ট থেকে পৌঁছালে অর্ডারটি সম্পন্ন হিসেবে চিহ্নিত করা হবে। এখানে উল্লেখ্য বিষয়, সেই পরিমাণ লাইক, ফলোয়ার বা অন্য যেকোনো সার্ভিস কোথা থেকে আসলো সেটা সার্ভার দেখবে না। সুতরাং একই লিংকে বা একই সময়ে একাধিক ওয়েবসাইট কিংবা একাধিক অর্ডার করবেন না ।
ভুল লিংক অথবা অর্ডার করার পরবর্তীতে পোস্ট অথবা ভিডিও অথবা প্রোফাইল ডিলিট/প্রাইভেট করা হলে অর্ডারটি না গিয়ে স্ট্যাটাস সম্পন্ন দেখাবে , এবং অর্ডার স্ট্যাটাস সম্পন্ন দেখালে সে ক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে নাএটার জন্য আমরা কোন অর্থ ফেরত দেব না বা পুনরায় শুরু করা সম্ভব নয়, যেহেতু অটোমেটিক সার্ভার তাই অর্ডার করার পরবর্তীতে আমরা লিংক পরিবর্তন বা কোন কিছু করতে পারি না এছাড়াও অর্ডারটি শুরু না হলে, আমাদের জানালে আমরা অনেক সময় অর্ডার বাতিল করতে সক্ষম হই , সুতরাং খুবই সাবধানে অর্ডার করবেন।
নো রিফিল মানে - সেই সার্ভিসে কোন গ্যারান্টি নেই অর্থাৎ নো রিফিল সার্ভিস যেকোনো পরিমাণ কমে যেতে পারে যেকোনো সময় এবং ১০০% কমে গেলেও নো রিফিল সার্ভিসের ক্ষেত্রে আমরা রিফিল বা অর্ডার পুরনায় শুরু বা রিফান্ড করতে পারবো না। এবং নো রিফিল সার্ভিসের অর্ডারের ক্ষেত্রে আমরা আপনার কোন অভিযোগ শুনবো না
*পেমেন্ট এড করার পরে সেই অর্থ ফেরত নেওয়ার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। আমরা সেখান থেকে ১০ থেকে ২০ পার্সেন্ট টাকা সার্ভিস চার্জ হিসেবে রেখে দিয়ে বাকি টাকা ফেরত দিয়ে দেই। ( এই বিষয়টি সময়ের সাথে পরিবর্তন হতে পারে )
তবে অর্থ ফেরতের জন্য কোনো আইনি ব্যবস্থা নিতে পারবেন না।
পেমেন্ট করার পর সেই ডলার ব্যবহার করে শেষ করার চেষ্টা করবেন।
অটো পেমেন্ট এড করার সময় আমাদের নাম্বারে আপনার নিজস্ব একটি বিকাশ, নগদ, রকেট অথবা উপায় থেকে টাকা পাঠিয়ে তারপরে এড করবেন। একাধিক বিকাশ, নগদ, রকেট নাম্বার থেকে টাকা পাঠানো যাবে না যদি ভিন্ন ভিন্ন নাম্বার থেকে টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি ভেরিফাই করেন সে ক্ষেত্রে আপনার একাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে।
পেমেন্ট এড করার পর সেই অর্থ যদি ব্যবহার না করেন অথবা ফেরত না নেন অথবা তাহলে সেই অর্থ Follower City এর অর্থ বলে গণ্য হবে।
আপনি যদি Follower City এর নিয়ম অনুসরণ না করেন, তাহলে আমরা আপনার ভুলের জন্য কোনোভাবেই দায়ী নই, এবং Follower City আপনাকে কোনো অর্থ ফেরত দেবে না। তাই অর্ডার দেওয়ার আগে সবকিছু ভালোভাবে যাচাই করে নিন।
যদি কোন কারণবশত কোনো অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় তাহলে তার দায়ভার কোন ভাবেই Follower City নিবে না এবং একাউন্টের কোন অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে না। উল্লেখ্য বিষয়, অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার জন্য কোন প্রশ্ন উত্থাপন করা যাবে না।
আপনি যদি এই শর্তাবলীর সাথে একমত না হন তবে দয়া করে আমাদের পরিষেবাগুলি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
"এই শর্তাবলী সর্বশেষ ০৪-১০-২০২৪ এ আপডেট করা হয়েছে"
ReplyForward |